রাজনীতি

ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে : দিপু ভুঁইয়া

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে : দিপু ভুঁইয়া
রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে আয়োজিত ওঠান বৈঠকে সভাপতিত্ব করেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান মীর, হেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজহারুল ইসলাম রাজিব, সাবেক সদস্য সচিব আনিছুর রহমান নাবির সহ আরো অনেকে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার সরকার ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে গেছে। দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। শেখ হাসিনা ভারতে অবৈধভাবে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় দিপু ভুঁইয়া এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। কিন্তু আজকে ভারত থেকে শুরু করে আমাদের কিছু হিন্দু সম্প্রদায়ের লোক কেন একটা সমস্যার সৃষ্টি করছে, কেন আমাদেরকে সারাবিশ্বে মানহানি করছে। এটার একটাই উদ্দেশ্য, সেটি হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা। ছাত্র-জনতার আন্দোলনে আজকের অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার নিরপেক্ষ সরকার। এই সরকারকে আমরা সমর্থন করি। এ সরকারকে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে।

নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রকে আমাদের ধরে রাখতে হবে। আজকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগের প্রেত্মাতারা রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।