আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।
এ সময় দলের দফতর সম্পাদকের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুজনে প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন। আর প্রায় ৫০ মিনিট ধানমন্ডি কার্যালয়ে অবস্থান করেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন সাকিব আল হাসান। তিনি মাগুরা-১ ও ২ আসন এবং ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। এর মধ্যে ঢাকা-১০ আসনে তাকে মনোনয়ন দেয়া হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।