সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। পুলিশ সদর দপ্তর থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হলো।
সোমবার (১৮ জানুয়ারি) রাতে এক বার্তায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
মিছিল থেকে মশালের মাধ্যমে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ এ পদক্ষেপ নিয়েছে, এমনটা বলছেন সংশ্লিষ্টরা।
এদিকে, আজ থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বিকেল থেকেই সারাদেশে প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে। এসব প্রচারণা বা অন্য কোনো কর্মসূচিতে যেন মশাল ব্যবহার না হয় সেই নিষেধাজ্ঞা এলো এবার।