জাতীয়

মিরপুরে দিন-দুপুরে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
মিরপুরে দিন-দুপুরে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ
রাজধানীর মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে বলা হয়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নেভায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।

এদিকে, বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দলের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে আজ। এই হরতালে রোববার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার সংবাদ ফায়ার সার্ভিস পায় সকালে জানায় সংস্থাটি। এসব ঘটনায় ১৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।