আন্তর্জাতিক

ডিজেল ও পেট্রোলের দাম কমালো ভারত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২ মে, ২০২২
ডিজেল ও পেট্রোলের দাম কমালো ভারত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা জনগণকে খানিকটা স্বস্তি দিতে জ্বালানির ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার। 


শনিবার (২১ মে) মধ্যরাত দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ ঘোষণা দেন।


তিনি বলেন, বিশ্বব্যাপী হু হু করে পেট্রোল-ডিজেলের দাম, এরই মধ্যে কিছুটা স্বস্থির আভাষ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বোরবার (২২ মে) থেকে দেশজুড়ে কিছুটা কমলো পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম। এখন থেকে প্রতি লিটার পেট্রোলে ৮ রুপি আর ডিজেলে ৬ রুপি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


দাম কমানোর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটার প্রতি প্রায় ১১৬ রুপি আর ডিজেলের দাম ১০৩ রুপি প্রতি লিটার। 


এই সিদ্ধান্তে লিটার প্রতি পেট্রোলের দাম কমবে ৯ রুপি আর ডিজেলের দাম প্রতি লিটারে কমবে ৭ রুপি।


এছাড়াও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ২০০ রুপি। ভারত সরকারের দাবি, এতে প্রায় ২০ কোটি গ্রাহক উপকৃত হবেন। 


রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর সারা বিশ্বে রেকর্ড পরিমাণে বাড়তে থাকে জ্বালানির দাম। কিন্তু কম দামে রেকর্ড পরিমাণে রাশিয়ান তেল আমদানির সুবিধা পেয়ে যায় ভারত। ফলে শুল্ক কমিয়ে মূল্য ছাড় দিলেও কেন্দ্রীয় কোষাগারে বড় প্রভাব পড়বে না বলেই বিশ্লেষকদের ধারণা।