যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেগুনা হিলস এলাকায় ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। বুধবার রাত পর্যন্ত পুড়ে গেছে ২০টিরও বেশি বিলাসবহুল বাড়ি। দাবানল ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।
সংবাদ মাধ্যমটিতে বলা হয়, রাত ১১টা পর্যন্ত প্রায় ১৯৫ একর পর্যন্ত জমি পুড়ে গেছে। তখনো একে নিয়ন্ত্রণ করা যায়নি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দাবানল কিভাবে শুরু হয়েছে, সে সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
সমুদ্রের বাতাশের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান ফেনেছি সংবাদ সম্মেলনে বলেন, যে আগুন লেগেছে তার প্রভাব আগামী কয়েক বছর পর্যন্ত আমাদের উপর প্রভাব ফেলবে। গাছগুলো শুকনো থাকায় আগুনের প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আগুনের ঘটনাগুলো অধিক দৃষ্টিপাত হয়েছে। ক্যালিফোর্নিয়ার এ অঞ্চলটিতে প্রায় ৪ কোটি মানুষ বসবাস করে আসছে।