অপরাধ

যৌক্তিক মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার

উপ-সম্পাদক

উপ-সম্পাদক

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
যৌক্তিক মামলা না নিলে ওসিকে ১ মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্পষ্টভাবে জানিয়েছেন, যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট থানার ওসিকে এক মিনিটের মধ্যে বরখাস্ত করা হবে। সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান, এবং ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন।
বৈঠকে একজন রিকশাচালক অভিযোগ করেন, কামরাঙ্গীরচরে তাকে মারধর করা হলেও কোনো মামলা নেওয়া হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “মামলাযোগ্য ঘটনা হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।”
রিকশা ও ভ্যানচালকদের কষ্টার্জিত অর্থ কেউ নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “গরিবের টাকা নিয়ে কেউ পার পাবে না। কোনো পুলিশ সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।”
বৈঠকে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে বিতর্কিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ডিএমপি কমিশনার জানান, এ বিষয়ে বিকালে চেম্বার আদালতে শুনানি হবে। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বিকাল পর্যন্ত অপেক্ষা করুন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
১৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ঢাকার মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চালকরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, এই নিষেধাজ্ঞা তাদের জীবিকা কঠিন করে তুলবে।
ডিএমপি কমিশনার এই বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও পরিস্থিতি শান্ত রাখতে চালকদের ধৈর্য ধরতে বলেন। পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
ডিএমপি কমিশনার তার বক্তব্যে গরিবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি উল্লেখ করেন, আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কাজ হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করা। কোনো পুলিশ সদস্য এই নীতি ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।